শিরোনাম
দিনব্যাপী উপজেলা প্রশাসন,ভৈরব ও ভৈরব এর মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে ৫০গ্রাম গাঁজা ও চোলাই মদ সহ গ্রেফতার ০২<<<<< দিনব্যাপী উপজেলা প্রশাসন,ভৈরব ও ভৈরব এর মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে ০২ কেজি গাঁজা সহ গ্রেফতার ০১<<<<<
বিস্তারিত
অদ্য ০৫/০৬/২০২৩ খ্রি. তারিখ ভৈরব উপজেলা ভূমি অফিসের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব জুলহাস হোসেন সৌরভ মহোদয় এর নেতৃত্বে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ খ সার্কেল এর উপ-পরিদর্শক মো. আনোয়ার হোসেন সহ বিভাগীয় স্টাফদের সমন্বয়ে একটি রেইডিং টিম গঠন করে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ সুমন মিয়া (৩৮) পিত মৃত কুতুব উদ্দিন , থানাঃ ভৈরব, জেলাঃ কিশোরগঞ্জ ২.নামঃ মোঃ ফাহিম ইসলাম (২২) পিতাঃ মো আকবার মিয়া থানাঃ রায়পুরা জেলাঃ নরসিংদী কে চোলাইমদ সহ গ্রেপ্তার করা হয়। এবং বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আসামী কে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেন। মাদকবিরোধী অভিযান অব্যাহত আছে।
______________________________
________________
অদ্য ০৫/০৬/২০২৩ খ্রি. তারিখ ভৈরব উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ মহোদয় এর নেতৃত্বে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ খ সার্কেল এর উপ-পরিদর্শক মো. আনোয়ার হোসেন সহ বিভাগীয় স্টাফদের সমন্বয়ে একটি রেইডিং টিম গঠন করে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন আতকাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ সোহেল মিয়া (১৯) পিত সোহেল মিয়া, থানাঃ ভৈরব, জেলাঃ কিশোরগঞ্জ কে গাঁজা সহ গ্রেফতার করা হয়, বিজ্ঞ নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আসামী কে ২ (দুই) বছর বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ (পাঁচশত) অর্থদন্ড অনাদায়ার ৭ (সাত) দিন কারাদন্ড প্রদান করেন। মাদকবিরোধী অভিযান অব্যাহত আছে।